আমার ছোট্ট সোনার গাঁ

22

জাহানারা নাসরিন

চতুর্দিকে গাছ-গাছালি
ফুল পাখিদের মেলা,
কাজল দীঘির শীতল জলে
পাতিহাঁসের খেলা।

মাঠভরা যার সোনার ফসল
পাখ-পাখালির ভীড়,
কখন কৃষক কাটবে ফসল
ভীষণ যে অধীর।

আঁকাবাঁকা মেঠো পথে
রাখাল বাজায় বাঁশি,
জোৎস্না রাতে দেখতে থাকি
মিষ্টি চাঁদের হাসি।

ঝিঁঝি ডাকা রাতের বেলায়
বসে তারার মেলা,
নিবু নিবু আলো জ্বেলে
জোনাক করে খেলা।

শীতের ভোরে রবির কিরণ
পড়ে দূর্বাঘাসে,
ঘাসের ডগায় শিশিরগুলো
ঝলমলিয়ে হাসে।

ফুলে ফলে পূর্ণ থাকে
সকল বৃক্ষ শাখা,
প্রজাপতির পাখায় থাকে
সবগুলো রঙ মাখা।

এমন একটি সোনার গাঁয়ে
মন মেলেছে পাখা,
ছবির মতন গাঁ খানি যে
স্বপ্ন তুলির আঁকা।