হোটেল শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় ৬ দফা দাবিতে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি প্রদান

12
মহামারি করোনা ভাইরাসের বিপর্যয় থেকে হোটেল শ্রমিক ও শিল্প বাঁচাতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইট মিট শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ৬ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের পূর্বে নগরীতে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের র‌্যালী।

মহামারি করোনা ভাইরাসের বিপর্যয় থেকে হোটেল শ্রমিক ও শিল্প বাঁচাতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন (রেজি: নং-২০৩৭) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট: ১৯৩৩) এর পক্ষ থেকে ৬ দফা দাবিতে ২২ জুন সকাল ১১টায় জেলা প্রশাসক, সিলেট এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক অফিস যথাযথভাবে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পাঠানোর আশ^াস প্রদান করেন।
স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের জেলা কার্যালয় থেকে মিছিল আরম্ভ হয়ে সিলেট কোর্টপয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: ছাদেক মিয়া। সংগঠনের যুগ্ম সম্পাদক আনছার আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: জাকির, সাংগঠনিক সম্পাদক ঈমান আলী, তালতলা কমিটির সভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, আম্বরখানা কমিটির সহ-সভাপতি মো: আফজাল, বন্দরবাজার কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কাওছার আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সভাপতি মো: শাহিন মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি একে আজাদ সরকার, সিলেট জেলা স’মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি