জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাসিক সভা

9
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি ও কর্মহীন, দুস্থ ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সহ উল্লেখযোগ্য কাজের জন্য উপজেলা ভিত্তিক পুরস্কার হিসেবে ক্রেষ্ট প্রদান করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেটের জেলা কমান্ড্যান্ট এনামুল খান।

সিলেট জেলার ১৩ উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের সাথে এক মাসিক সভা ২১ জুন রবিবার জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেটের জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁনের সভাপতিত্বে উক্ত সভা পরিচালনা করেন সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক। এতে বক্তব্য রাখেন সহকারী জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত ফেঞ্চুগঞ্জ উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মাহমুদুল কোরেশী ও দক্ষিণ সুরমা উপজেলার কর্মকর্তা তানিয়া লাইজু খানম।
জৈন্তাপুর উপজেলার পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন উপজেলা অফিসার জাকির হোসেন, বিয়ানীবাজার উপজেলায় শরীফ উদ্দিন এবং কানাইঘাট উপজেলার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জুয়েল। বিজ্ঞপ্তি