রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর পক্ষ থেকে জালালাবাদ রোটারী হসপিটালে অত্যাধুনিক বেড হস্তান্তর

13
জালালাবাদ রোটারী হসপিটালে রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ এর পক্ষ থেকে ৮টি অত্যাধুনিক বেড হস্তান্তর করছেন ডিস্ট্রিক্ট গভর্ণর লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর।

রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর পক্ষ থেকে জালালাবাদ রোটারী হসপিটালে অত্যাধুনিক বেড হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে, আরআইডি-র রোটারী গভর্ণর ৩২৮২ অধ্যক্ষ লেঃ কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর জালালাবাদ পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের (রোটারী হাসপাতাল) প্যারালাইজড রোগীর জন্য ৮টি আধুনিক হাসপাতালের বেড হস্তান্তর করেন। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে হাসপাতালের চেয়ারম্যান অত্যাধুনিক বেডগুলো গ্রহণ করেন। বেড হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পিপি মোঃ সেলিম খান, এক্সিকিউটিভ সেক্রেটারী পিপি মিজানুর রহমান, ডিষ্ট্রিক্ট ট্রেজারার সহকারী রাজ্যপাল কামাল উদ্দিন ভূঁইয়া, আরটিএন পিই নাজমুল ইসলাম ও আরসি সিলেটের কোষাধ্যক্ষ শাহজালাল। অত্যাধুনিক শয্যাগুলির দাম আনুমানিক ৪ লক্ষ টাকা।
হাসপাতালের চেয়ারম্যান পিপি মোঃ মোস্তফা কামাল, হাসপাতালে সহযোগিতা করার জন্য রোটারি গভর্ণর ও রোটারী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি