বৃটেন আরও তিনটি চাটার্ড ফ্লাইটে তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে

7

কাজিরবাজার ডেস্ক :
করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে আরও তিনটি চাটার্ড ফ্লাইটে ৯ শতাধিকের বেশি নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। এ নিয়ে বাংলাদেশে থেকে মোট ১২টি চাটার্ড ফ্লাইটে ২ হাজার ৮শ’র বেশি নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য।
শুক্রবার দেশটির সরকারের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ফ্লাইটগুলো ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে যথাক্রমে ২০, ২৬ ও ৩১ মে। যারা শারীরিকভাবে অসুস্থ তাদের ফ্লাইটে আসনের ব্যাপারে অগ্রাধিকার দেয়া হবে।
ঢাকা-লন্ডন ফ্লাইটের সময়-সূচি নির্ধারিত হওয়ার পর থেকে প্রতিদিন সিলেট ও ঢাকার মধ্যে দুটি সংযোগকারী ফ্লাইট চলছে। ফ্লাইটের নিবন্ধনকারীদের মধ্য থেকে অপেক্ষমান তালিকায় থাকা ব্যক্তিদের বেশিরভাগ আসন বরাদ্দ দেওয়া হতে পারে।
এতে আরও বলা হয়েছে, ফ্লাইটের নিবন্ধনের জন্য যেসব ব্রিটিশ নাগরিক আগ্রহী তাদের বাংলাদেশের ট্রাভেল অ্যাডভাইস পেজে তথ্য অনুসন্ধান করতে। এ ছাড়া যারা আগে ফ্লাইটের জন্য নিবন্ধন করেছেন তাদের আর নিবন্ধনের প্রয়োজন নেই।