ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর ৩৮ জন করোনায় আক্রান্ত

8

স্পোর্টস ডেস্ক :
কোপা লিবারটেডোর্স চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর তিনজন খেলোয়াড়ের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি ধরা পড়েছে। রিও ডি জেনেরিও’র ক্লাবটির এক বিবৃতিতে বলা হয়েছে, ইতোমধ্যে ক্লাবটির ২৯৩ জন কর্মচারী ও খেলোয়াড়ের শরীরে করোনা পরীক্ষা করা হয়েছে।
এর মধ্যে ক্লাবের সকল খেলোয়াড়, তাদের পরিবার ও ক্লাব কর্মকর্তারাও রয়েছেন। পরীক্ষার ফলাফল অনুযায়ী ৩৮ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। কিন্তু বিস্তারিতভাবে তাদের সম্পর্কে কিছু জানানো হয়নি।
এর আগে ফ্লামেঙ্গোর সাথে ৪০ বছর কাজ করা এক স্টাফ সোমবার কোভিড-১৯’এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যেই ব্রাজিলে প্রায় সাড়ে আট হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যেও ব্রাজিলিয়ান রাষ্ট্রপতি জেয়ার বোলসোনারো ফুটবল খুব দ্রুতই মাঠে গড়ানোর ইঙ্গিত দিয়েছেন।