মৌলভীবাজারে ডক্টরস সেফটি চেম্বার চালু

6

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
করোনা পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বাগেরহাট সদর হাসপাতালে ‘ডক্টরস সেফটি চেম্বার’ চালু করা হয়েছে। জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদের পৃষ্ঠপোষকতায় এ সেফটি চেম্বার চালু হলো।
বুধবার সকালে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ‘ডক্টরস সেফটি চেম্বারের’ উদ্বোধন করেন।
এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আস্থা ফিরেয়ে আনতে ‘ডক্টরস সেফটি চেম্বার’ চালুর উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে যেকোনো রোগের প্রাদুর্ভাবে এই সেফটি চেম্বার অগ্রণী ভূমিকা রাখবে।
ডক্টরস সেফটি চেম্বারটি তৈরি করেছেন ক্ষুদে বিজ্ঞানী, তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজারের সহকারী টিম লিডার এস.এম. গোলাম কিবরিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, হাসপাতাল তত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কাননগো, সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান প্রমুখ।