বিমানের সব ফ্লাইট ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে

6

কাজিরবাজার ডেস্ক :
করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানের নির্ধারিত সব ফ্লাইট ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (ডিজি) মোকাব্বির বুধবার এ তথ্য জানান।
করোনার বিস্তার ঠেকাতে বিমানের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা ধাপে ধাপে সর্বশেষ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।
দুইদিন আগে (২৭ এপ্রিল) বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, যুক্তরাজ্যসহ ১৬টি দেশের সঙ্গে ফ্লাইট বিমান চলাচলে বিধিনিষেধের মেয়াদ ৭ মে পর্যন্ত বাড়ায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ।
এখন চীন ছাড়া অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ রুটেও ফ্লাইটে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। তবে চার্টার্ড ফ্লাইট ও কার্গোবাহী ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স ও জরুরি অবতরণ নিষেধাজ্ঞার আওতামুক্ত আছে।