ভেজাল বিরোধী অভিযানে দক্ষিণ সুনামগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায়

4

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা:
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৭ টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান।
বুধবার বেলা ১২টায় এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, উক্ত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা আনুযায়ী পণ্যের মান নিম্ন, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৭ টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানের নাম ও অর্থদন্ডের পরিমাণ-ইমরান সামরান স্টোর ’কে ২ হাজার টাকা, রাজু স্টোর’কে ৩ হাজার, মেসার্স নেপাল ট্রেডার্স’কে ৩ হাজার টাকা, শাহ দামড়ী ভান্ডার’ কে ২ হাজার টাকা, ভাই ভাই স্টোর’কে ৫ হাজার টাকা, মারজান স্টোর’কে ৫ হাজার টাকা এবং সুরুজ আলী মিল’কে ৪০ হাজার টাকা জরিমানা করে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-৯এর মিডিয়া অফিসার ওবাইন।