জামালগঞ্জ মুক্ত দিবস পালিত

41

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
জামালগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। স্বাধীনতার ৪৬ বছর পর এইবারই প্রথম সরকারী ভাবে জামালগঞ্জ উপজেলায় মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর জামালগঞ্জ উপজেলা পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকারদের কবল থেকে মুক্ত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের ব্যানারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা পরিষদ গেইট থেকে মুক্ত দিবসের আনন্দ র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ জামালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম আল ইমরান। জামালগঞ্জ মুক্ত দিবস সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য প্রধান করেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এড: আসাদ উল্লাহ সরকার, আ: রাজ্জাক প্রমুখ। র‌্যালীতে উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশ গ্রহণ করেন।