শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে থাকা একজনের মৃত্যু

19

স্টাফ রিপোর্টার :
করোনা আক্রান্ত হয়ে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই যুবক নগরের কালিবাড়ি এলাকার বাসিন্দা।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা আক্রান্ত যুবক মঙ্গলবার বিকেল ৪টায় হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় তিনি মারা যান। ওই য্বুকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার পর প্রশাসনের তত্ত্বাবধানে সৎকার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, করোনা আক্রান্ত হয়ে ওই য্বুক হাসপাতালে ভর্তি হন। এছাড়া তিনি আগে থেকেই শ্বাসকষ্ট, ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করার পর সন্ধ্যায় মারা যান।