বিশ্বে মৃত্যু ২ লাখ ১২ হাজার

15

কাজিরবাজার ডেস্ক :
করোনাভাইরাসের কারণে থেমে নেই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যু ও আক্রান্তের সারি। তবে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অসংখ্য মানুষ। ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ১২ হাজার ৪৯৮ জনের। আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৮৩ হাজার ৪৫৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৩৫ হাজার ২০৩ জন। এদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি করেছে মহামারী শেষ হতে এখনও অনেক দেরি। আর মদপানে করোনা ভাল হয় এমন গুজবে ইরানে মদ্যপানে ৭ শতাধিক মানুষের মৃত্যু এবং ভারতের দিল্লীতে লকডাউনের মধ্যে আংশিকভাবে চালু হচ্ছে দোকটপাট।
লকডাউন শিথিলের পথে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য ॥ করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র। আক্রান্ত রোগী শনাক্ত এবং মৃত্যু, দুদিক থেকেই শীর্ষে অবস্থান করছে দেশটি। এরইমধ্যে দেশটির কয়েকটি অঙ্গরাজ্য লকডাউনের বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে। এক মাস পর অবশেষে সোমবার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য জর্জিয়ার রেস্তরাঁগুলোতে খাওয়ার অনুমতি পাওয়া গেছে। যেসব অঞ্চলে আক্রান্ত ব্যক্তি কম, সেসব অঞ্চলে বিধিনিষেধ শিথিল করেছেন এ অঙ্গরাজ্যের গবর্নর। চিকিৎসা বিশেষজ্ঞদের হুঁশিয়ারি সত্ত্বেও অর্থনৈতিক কার্যক্রম চালু করতে যাচ্ছে একাধিক অঙ্গরাজ্য। মনটানা থেকে মিসিসিপিতে জরুরী নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে।
যুক্তরাজ্যে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড ॥ দেশটিতে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজারের ঘর। তবে আশার আলো হয়ে দেখা দিয়েছে সোমবার দিনটি। এদিন মারা গেছে ৩৬০ জন। যা ২৮ দিনের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ ৩০ মার্চ মারা গিয়েছিল ১৮০ জন। এরপর থেকে মৃত্যুর মিছিল লম্বা হয়েছে প্রতিদিন। ২৮ দিনের মাথায় এসে কমলো সেই সংখ্যাটা। যা আগের দিনের চেয়ে ১.৭ শতাংশ কম।
ইরানে এ্যালকোহল পানে ৭ শতাধিক মৃত্যু ॥ বিষাক্ত মিথানলে করোনাভাইরাস নিরাময় হয়, এই মিথ্যা বিশ্বাসের কারণে ইরানে ৭ শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। এখন পর্যন্ত এ্যালকোহল পানে ৭২৮ জনের মৃত্যুর খবর এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে দেশটিতে এখনও পর্যন্ত করোনায় মারা গেছে ৫ হাজার ৮৭৭ জন।
পাকিস্তানে এক দিনে মৃত্যুর রেকর্ড ॥ মহামারী শুরুর পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। সোমবার ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ২০ জন। দেশটিতে এ রোগে মোট মৃত্যু হয়েছে ৩০১ জনের। একদিনে করোনা শনাক্ত হয়েছে ৭৫১ জনের শরীরে।
মহামারীর শেষ এখনও অনেক দূরে-বিশ্ব স্বাস্থ্য সংস্থা ॥ করোনা ভাইরাস মহামারীর শেষ এখনও অনেক দূরে এবং এই ভাইরাসের কারণে স্বাভাবিক স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে শিশুদের জীবন রক্ষাকারী টিকাদান কর্মসূচীতে বিঘ্ন ঘটছে। সোমবার বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস এ কথা বলেন। একইসঙ্গে এশিয়া, আফ্রিকা, পূর্ব ইউরোপ এবং লাতিন আমেরিকার কিছু দেশে করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থা। জেনেভায় অনলাইন সংবাদ সম্মেলনে এসে ডব্লিউএইচও’র মহাপরিচালক বলেন, আমাদের সামনে এখনও অনেক পথ এবং প্রচুর কাজ করতে হবে।
দিল্লীতে লকডাউনে আংশিক দোকানপাট চালু ॥ ভারতের রাজধানী দিল্লীতে লকডাউনের মধ্যেও আংশিক দোকানপাট চালু হচ্ছে। মঙ্গলবার থেকেই কিছু দোকানপাট চালু করার অনুমতি দেয়া হয়েছে। সোমবার অরবিন্দ কেজরিওয়াল সরকার করোনা ভাইরাসের কারণে দিল্লীজুড়ে যে লকডাউন চলছে তা শিথিল করার বিষয়টি নিশ্চিত করেছিলেন। চিকিৎসক, ইলেক্ট্রিসিয়ান, মিস্ত্রি এবং যারা সেবাদান কাজে জড়িত তারা মঙ্গলবার থেকেই পুণরায় তাদের কাজ শুরু করতে পারবেন বলে জানানো হয়েছে।
২ সপ্তাহে সিঙ্গাপুরে সর্বনিম্ন আক্রান্ত ॥ সিঙ্গাপুরে গত দু’সপ্তাহে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে নতুন করে আরও ৫২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত দু’সপ্তাহের মধ্যে এটাই একদিনে সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা। গত দুদিনের চেয়েও এই সংখ্যা কিছুটা কম।
ফ্রান্সে মৃত্যু বেড়ে ২৩ হাজার ॥ ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে প্রাণ গেল আরও ৪৩৭ জনের। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২৯৩ জন। সোমবার ফরাসী স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চার দিনের তুলনায় দেশটিতে মৃত্যুহার বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ।