রোজাদারের দুই পুরস্কার

19

মাহমুদুল হাসান খোকন

রমজানের চাঁদ উঠামাত্র
আটকা পড়ে শয়তান,
সব মুমিনের কণ্ঠে বাজে
নেকি পাবার জয়গান।

এক ফরজে সত্তর নেকি
দেয় বাড়িয়ে রব দেন,
আমল করলে খুশি হয়ে
গুনাহ মাফে সব নেন।

রোজাদারের দুই পুরস্কার
একটি হলো ইফতার,
আখিরাতে রবের সাক্ষাৎ
হবে শুনো জিত তার।

সিয়াম রেখে কিয়াম কর
কুরআন পড় সব চাই,
করবে কবুল জীবনখানা
রোজাদারের রব তাই।