দেশে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও আক্রান্ত বাড়ছে

8

কাজিরবাজার ডেস্ক :
দেশে নতুন করে ৩১২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এতে এই ভাইরাসে সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪৫৬ জনে। এদিকে করোনায় আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে।
রবিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ২ হাজার ৬৩৪ জনকে টেস্ট করা হয়েছে। এরমধ্যে ৩১২ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড ১৯-এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৪৫৬ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন সুস্থ হয়ে উঠেছেন, এ নিয়ে মোট ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
মন্ত্রীর ব্রিফের পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্য ৫ জন পুরুষ এবং ২ জন নারী। এরমধ্যে ঢাকার তিনজন ও নারায়ণঞ্জের চারজন মারা যান। শনাক্ত ব্যক্তিদের মধ্য ৩০-৪০ বছর বয়সের ২৩.৪ ভাগ, ২১-৩০ বছর ২২.৩ ভাগ এবং বাকিরা কমবেশি অন্যান্য বয়সের মধ্যে আছেন।
গত ২৪ ঘণ্টায় ২৭৪৯ জনের নমুনা সংগ্রহ হলেও পরীক্ষা হয়েছে ২৬৩৪ জনের। নতুন সংক্রমিতদের মধ্যে পুরুষের সংখ্যা ৬৬ ভাগ এবং নারী ৩৪ ভাগ।