আজব জীবন

25

ফেরদৌসী খানম রীনা

মানুষের জীবনটা এক
আজব কারখানা,
কখন থেমে যাবে
কারো নাই জানা।

তবু ও আমরা এ জীবনে
কেন করি ভুল!!
স্বার্থ নিয়েই পরে থাকি
পরে দেই মাসুল।

ক্ষণিকের জীবন সবার
চিরস্থায়ী তো নয়,
তবু কেন আমরা করি
সময় অপচয়।

সংসারের মোহ মায়ায়
ব্যস্ত সারাক্ষণ,
নিজকে নিয়েই ভাবে মন
শুধুই অকারণ।

এ আজব এই দুনিয়াতে
আজব মন তাই,
সঠিক কাজ করি সবে
সময় বেশি নাই।.