কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা সমাবেশে লেবু ॥ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, এটা রক্ষা করতে হবে

4

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার সভাপতি ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু বলেছেন, দেশকে এগিয়ে নিতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ হানাহানি, দ্বন্দ্ব, কোন্দল, নিরসন করতে হবে। আমরা যারা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম তারা আমাদের বন্ধুদের লাশ ফেলে আসিনি। তেমনি করে দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দেশের মানুষ আমাদের পাশে ছিল বলে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি। একুশ বছর আমরা নিগৃহীত ছিলাম। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের মর্যাদা ফিরিয়ে পেয়েছি। রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, এই স্বাধীনতা রক্ষা করতে হবে।
তিনি গতকাল রবিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক বিরাট মুক্তিযোদ্ধা সমাবেশে একথাগুলো বলেন।
সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কোম্পানীগঞ্জের আহ্বায়ক মতি লাল মোহন্তের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতা এডভোকেট রফিকুল হক, জেলা সদস্য সচিব তোতা মিয়া, সোয়েব আহমদ, আব্দুল মালিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইমজা সিলেটের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুর হোসেন, মজনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা জামাল এ রফিক, হাতিম আলী, আবু তাহের, আলকাছ আলী, কবির মিয়া, আব্দর আলী, আব্দুল আওয়াল, হাবিবুর রহমান, আব্দুল করিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা কবির হোসেন, আবু আহমদ, মোস্তফা আহমদ কাচা, সোহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি