হযরত গায়বী শাহ (র:)’র বার্ষিক ওরস মোবারক আজ শুরু

11

স্টাফ রিপোর্টার :
ওলিকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) এর অন্যতম সফর সঙ্গি হযরত গায়বী শাহ (র:)’র দু’দিন ব্যাপী বার্ষিক ওরস মোবারক আজ বুধবার থেকে শুরু হচ্ছে। ওরসকে কেন্দ্র করে ভক্ত আশেকানদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সুষ্ঠু ও সুশৃংখলভাবে ওরস আয়োজনের জন্য এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ওরস উপলক্ষে পুরো মাজার এলাকায় করা হয়েছে আলোকসজ্জার পাশাপাশি নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি তোরণ। এরই মধ্যে শেষ হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। প্রতিবছর সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত আশেকানরা ছুটে আসেন মহান এই ওলির ওরসে। এবারও এর ব্যতিক্রম হবে না। তারা জিকির আসকার, ভক্তিমুলক ও ফকিরি গান ও দোয়া প্রার্থনার মধ্যদিয়ে তারা পুরো রাত অতিবাহিত করবেন। এদিকে ওরসকে সফল করতে মাজার কমিটির পক্ষ থেকে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে স্বেচ্ছাসেবকদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়। ওরসকে কেন্দ্র করে ক্ষুদ্র ব্যবসায়ীরা নানা পণ্য নিয়ে বসেন মাজার এলাকায়। কেনা-কাটাও ভাল হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- আজ ৭ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ ১৯ ফেব্র“য়ারী বুধবার বাদ ফজর হতে খতমে কোরআন, সকাল ১০টায় দোয়া, সকাল সাড়ে ১০টায় মাজারে গিলাফ ছড়ানো, সকাল ১১টায় গরু জবাই, রাতে জিকির আছকার ও ফকিরি গান, পরদিন ৮ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ ২০ ফেব্র“য়ারী বৃহস্পতিবার ভোর ৪.৪৫ মিনিটে মোনাজাত ও নেওয়াজ বিতরণ। ওরসে শরীক হয়ে অশেষ সওয়াব হাসিলের জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহবান জানানো হয়েছে।