কানাইঘাট মুলাগুল নয়া বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০

25
কানাইঘাটে দুপক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে ৪ জন।

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে ব্যবসায়ীক লেনদেনের জের ধরে কোয়ারী সংলগ্ন মুলাগুল নয়া বাজারে গত বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির ডাউকেরগুল গ্রামের আব্দুশ শুকুরের পুত্র আব্দুল মালিক (৪০) পাথর ব্যবসার টাকা পাওনা ছিলেন একই গ্রামের ছইয়ব আলীর পুত্র মুজিবুর রহমান (২০) গং দের কাছে। পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আব্দুল মালিক ও মজিবুর রহমান মুলাগুল নয়া বাজারে মারামারিতে লিপ্ত হন। এক পর্যায়ে মুজিবুর রহমান গংরা দেশীয় দারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আব্দুল মালিক ও তার ভাই আফজল হোসেন (৩৫) আবুল কালামের উপর হামলা করলে তারা রক্তাক্ত গুরুতর আহত হন। আহত এ তিন সহোদর ভাইকে সিওমেক হাসপাতালে প্রেরন করা হয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন বাজারে সংঘর্ষে লিপ্ত হলে মজিবুর রহমান পক্ষের আব্দুল কুদ্দুস সহ ১০ জন আহত হন। এ ঘটনায় কানাইঘাট থানায় বৃহস্পতিবার রাতে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ গতকাল শুক্রবার ঘটনাস্থল পরির্দশন করেছে বলে জানা গেছে।