গোলাপগঞ্জে আতহারিয়া উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উৎসবে ড. ফরাস উদ্দিন ॥ শিক্ষার্থীদের সঠিক শিক্ষার মাধ্যমে মানব সম্পদে পরিণত করতে হবে

21
গোলাপগঞ্জে আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রথম প্রাক্তন শিক্ষার্থী, পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. ফরাস উদ্দিন।

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. ফরাস উদ্দিন বলেছেন, বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশকে বিশে^র অনেক উন্নয়নশীল রাষ্ট্র অনুকরণ হিসেবে নিয়েছে। বাংলাদেশর শিক্ষা ব্যবস্থা অতীতের তুলনায় কল্পনাতীত। তিনি বলেন, শিক্ষা বিস্তারের মাধ্যমে একটি জাতিকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো যায়। বর্তমানে আমাদের দেশে ১৫ থেকে ৩০ বছরের মধ্যে কিশোর ও তরুণ-তরুণী রয়েছে। তারাই আগামী বাংলাদেশের কর্ণধার। আর তাদেরকে সঠিক শিক্ষা ব্যবস্থা দিয়ে পরিপূর্ণ জ্ঞান আহরণের সুযোগ তৈরি করে দিয়ে আমাদের মানব সম্পদকে সম্পদে তৈরি করতে হবে। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করে গেলে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারবো। গতকাল শনিবার সিলেটের গোলাপগঞ্জে আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রথম প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানে সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমাদের এই দেশ স্বাধীনের বিরুদ্ধে যারা ছিলেন তাদেরকে সতর্ক করে বলেন, আপনারা সাবধান সতর্ক হয়ে যান, আপনারা আর দেশ বিরোধী কোন কর্মকান্ডে লিপ্ত হবেন না। তাহলে এই দেশের জনগণ আর আপনাদেরকে ছাড়বে না। বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। এই উন্নয়নের অগ্রযাত্রাকে আর কেউ ধাবায় রাখতে পারবে না।
গতকাল শনিবার সকাল ১১টায় আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে মাঠে পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বাহক মনসুর আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন এ অঞ্চলের শিক্ষা বিস্তারে আতহারিয়া উচ্চ বিদ্যালয়ের ভূমিকা অন্বসীকার্য। বিদ্যালয় প্রতিষ্ঠা কাল থেকে এ পর্যন্ত এ বিদ্যালয়ের অনেক ছাত্ররা দেশে বিদেশে উচ্চ পদস্থ আসনে আসীন হয়ে সম্মানীত করেছেন এই জনপদকে। আমি এই বিদ্যালয়ের ধারাবাহিকতা আরো বেগবান হউক এই প্রত্যাশা করি এবং অতীতের ন্যয় আমার সম্পৃক্ততার কোন ব্যক্তয় হবে না। আজ যারা বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীরা যে মিলন মেলায় একিভূত হয়েছ আমিও তোমাদের সাথে সমান ভাবে আনন্দিত। অনুষ্ঠানে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বারাকা পতেঙ্গা পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মনজুর সাফি চৌধুরী এলিম, পুনর্মিলনী অনুষ্ঠানের উপদেষ্টা হাবিবুর রহমান চৌধুরী, মোস্তাফা আনোয়ারুল মুমিন, লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান কবির আহমদ মুসন, বাঘা ইউপি চেয়ারম্যান ছানা মিয়া, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল। আমিরুল ইসলাম চৌধুরী লিটনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব বিদ্যৎ জ্যুতি পুরকায়স্থ। বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র সুজন খানের কোরআান তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র সিলেট কৃষি বিশ^ বিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি এমরান আহমদ চৌধুরী, এডভোকেট কবির আহমদ,আব্দুর রহমান খান সুজা, আব্দুল ওয়াব জোয়ারদার, ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সল। এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, মো: আব্দুল্লাহ, আব্দুল হানিফ খান, প্রাক্তন ছাত্র হানিফুজ্জামান জোয়ারদার, সেলিম আহমদ, আব্দুল হাফিজ জোয়ারদার, মলয় দত্ত মিঠু,মাসুদ আহমদ জোয়ারদার, আব্দুল কাশেম সেবুল, দেলোয়ার হোসেন দিলু, আব্দুল মুমিন জায়গরীদার, ক্যারল আহমদ,সালেহ আহমদ, দেলোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি