হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে পিআইসিদের মধ্যে কোন তামাশা চলবে না ———–পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান

19

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে পিআইসিদের মধ্যে কোন তামাশা চলবে না। কোন পিআইসি ভুয়া বা অপ্রয়োজনীয় ধরা পড়লে তা খতিয়ে দেখা হবে, যদি দোষী সাব্যস্ত হয় এ লোকদেরকে পিআইসি থেকে বাতিল করার প্রক্রিয়া হবে। এ সরকার দিনমুজুরদের সরকার, কৃষকদের সরকার, প্রধানমন্ত্রী কৃষকের উন্নয়নে সর্বদা কাজ করছে। হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে সরকার যথেষ্ট আন্তরিক। হাওরের দরিদ্র জনগোষ্ঠির বিশুদ্ধ পানীয় জলের জন্য প্রয়োজনীয় নলকূপ স্থাপনের ব্যবস্থা করা হবে। উপজেলা কৃষক লীগের আহবায়ক আবুল কাসেমের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
গতকাল ১৭ জানুয়ারী শুক্রবার সকালে জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামে এডঃ শামীমা শাহরিয়ার খানম এমপির বাড়িতে উপজেলা কৃষক লীগের আহবায়ক মরহুম আবুল কাসেমের মিলাদ মাহফিলে যোগদানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান একথা বলেন।
ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরুল হুদা চৌধুরী খোকন এর সভাপতিত্বে সার্জেন্ট শাহরিয়ার চৌধুরী বিপ্লব এর সঞ্চালনায় জনস্বার্থে হাওরাঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানের উপর আলোকপাত করে বিশেষ অতিথির বক্তব্যে এমপি এডভোকেট শামীমা শাহরিয়ার বলেন- স্বাধীনতার চার একজন সৎ দক্ষ জনস্বার্থ পরায়ন হাওর মানুষ সরকারের সফল পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান আমাদের দেশের গর্ব। যার পদধুলিতে অবহেলিত সকল সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কাছে তুলে সমাধানের অগ্রণী ভূমিকা রাখবেন। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এতিমখানা এমপি ।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি করুণা সিন্ধু তালুকদার, উপজেলা প্রকৌশলী, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্য সচিব বিন্দু তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামী লীগের সম্পাদক মোঃ আতাউর রহমান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সহস্রাধিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ পাকনার হাওর পারের সহস্রাধিক জনগণ।