সোনার তরীর পর অচিন পাখিও এসেছে

8

কাজিরবাজার ডেস্ক :
প্যাকেজের শেষ ড্রিমলাইনার ৭৮৭-৯ অচিন পাখি ঢাকায় অবতরণ করেছে। মঙ্গলবার রাত সোয়া ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যথারীতি অতরণের পর ওয়াটার ক্যানন দিয়ে স্বাগত জানানো হয়। বিমানবন্দরে স্বাগত জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন, পরিচালক আতিক সোবহান ও জিএম আজিজুল ইসলাম। এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৩টায় সিয়াটলের বোয়িং এভারেট ডেলিভারি সেন্টার থেকে ‘অচিন পাখি ঢাকার উদ্দেশে রওনা দেয়। টানা ১৭ ঘণ্টায় উড্ডয়নের পর এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এর আগে বিমানের অপর এয়ারক্রাফট সোনারতরী আসে গত শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার এ দুটোই উদ্বোধন করবেন। এ উপলক্ষে ইতোমধ্যে বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বিমান। একই দিন উদ্বোধন করা হবে বিমানের নিজস্ব এ্যাপস।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানবীর আহমেদ জানান, যাত্রা শুরুর আগে এক অনুষ্ঠানের মাধ্যমে বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।