অসহায় মানুষদের স্বাবলম্বী করে গড়ে তুলছেন রোটারিয়ানরা – ড. আতিকুল ইসলাম

6
রোটারী ক্লাব অব সিলেট গ্রীণ সিটির ৪র্থ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. আতিকুল ইসলাম।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর প্রফেসর ড. আতিকুল ইসলাম বলেছেন, একশত পনের বছর থেকে রোটারি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলছেন রোটারিয়ানরা। এ সকল কাজের গর্বিত অংশীদার হচ্ছেন রোটারি ক্লাব অব সিলেট গ্রীণ সিটির রোটারিয়ানরা। আগামী দিনেও রোটারিয়ানদের মানবতার কল্যাণে কাজ করা আহ্বান জানান।
তিনি বুধবার নগরীর দরগা গেইটস্থ একটি হোটেলে রোটারি ক্লাব অব সিলেট গ্রীণ সিটির ৪র্থ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ক্লাবের অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান কবিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরআইডি-৩২৮২ ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ড. মনজ্ঞুরুল হক চৌধুরী, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্ণর ইলেক্ট রোটারিয়ান ড. বেলাল উদ্দিন, ক্লাবের এসাইন এসিস্ট্যান্ট গভর্ণর ও প্যানেল মেয়র সিলেট সিটি কর্পোরেশন রোটারিয়ান পিপি তৌফিক বক্স লিপন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটরিয়ান পিপি নিরেশ চন্দ্র দাস, ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি রোটারিয়ান ফিরোজা রহমান, ডিস্ট্রিক্ট এক্সেকিউটিভ সেক্রেটারি রোটারিয়ান সেলিম খান, ক্লাবের উপদেষ্টা রোটরিয়ান পিপি কপিল উদ্দিন বাবলু, ক্লাব অর্গানাইজর রোটারিয়ান পিপি সামছুল হক দিপু, রোটারি ক্লাব অব সিলেট সেন্টালের পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান জিয়াউল হক, রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ সুরমা জোনের ক্লাব প্রেসিডেন্ট বৃন্দ ও আমন্ত্রিত রোটারিয়ান বৃন্দ।
উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আব্দুর রশিদ, সিপি মো. ইয়াহিয়া আহমদ, পিপি ক্লাব ট্রেইনার মোঃ আনোয়ার হোসেন, পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট মাহমুদ আলম পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট বদরুল হোসেন পারভেজ পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট তফজ্জুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট শাহজাহান সেলিম বুলবুল, সেক্রেটারি আলমগীর হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোঃ অলি আহমদ, ট্রেজারার মোঃ আব্দুল হাকিম, জয়েন্ট ট্রেজারার মোঃ আব্দুল হান্নান জুয়েল, চিফ সার্জেন্ট জায়েদ আহমদ, সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন, সালমান আরিফিন, মাহফুজু রহমান বাহার, মোঃ জইন উদ্দিন, মোঃ আনসার মাহমুদ, সায়েদ আহমদ, জাকিয়া আক্তার সাথি, নাজলা আফরিন খান, মোছাঃ সালমা বেগম। বিজ্ঞপ্তি