বড়লেখায় মেধাবী ছাত্র সাইফুর হত্যার ৩ আসামী গ্রেফতার

11
বড়লেখায় সাইফুর হত্যা মামলায় আটক তিন আসামী।

বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় আলোচিত সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্র সাইফুর রহমান হত্যার প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। গতকাল বিকেলে তাদের বর্ণি আহমদপুরের বাড়ি থেকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা যায়, উপজেলার বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের মাওলানা আব্দুল আহাদের ছেলে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্র সাইফুর রহমান গত ৩০ জুলাই ঈদের আগের দিন সিলেট থেকে নিজ বাড়ীতে আসলে, পরিকল্পিতভাবে খুনিরা সাইফুর’কে তার পিতার পরিত্যক্ত আহমদপুরের বাড়ীতে নিয়ে হত্যা করে ঘরে রেখে এলাকায় প্রচার করে সাপে কেটেছে সাইফুরকে। ময়না তদন্তে সাপে কেটে মৃত্যু নয়, সাইফুরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে রিপোর্ট আসে। এলাকা ও মামলা সূত্রে জানা যায় আহমদপুর গ্রামের কামালের সাথে তাদের পারিবারিক বিরোধ ছিল, এই বিরোধের জেরে তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ বর্ণির আহমদপুর গ্রামের আনছার আলী’র ছেলে মামলার প্রধান আসামী কামাল হোসেন, তার অপর দুই ভাই বাবুল হোসেন ও জেবলু হোসেনকে গ্রেফতার করে। মামলার ২নং আসামী একই গ্রামের জয়নাল আহমদ ও ৩নং আব্দুল জলিল সহ অন্যান্য আসামীরা পলাতক রয়েছে।