একনেকে ৯ প্রকল্প অনুমোদন, ব্যয় ৩২২৬ কোটি টাকা

32

কাজিরবাজার ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এমপি হোস্টেলে প্রিপেইড মিটার বসানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
একনেক সভায় অনুমোদিত নয়টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২২৬ কোটি ৭৫ লাখ টাকা। সব প্রকল্পই সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক সভার সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে দুপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।
‘বাংলাদশে জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন ও এমপি হোস্টেলের আনুষঙ্গিক স্থাপনার নির্মাণ ও আধুনকিায়ন’ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৩৩ কোটি টাকা। প্রকল্পটি অনুমোদনের সময় সেখানে প্রিপেইড মিটার বসানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২৮ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি বিভিন্ন ভাষায় প্রশিক্ষণ দিতে হবে। ‘বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (২য় সংশোধিত)’ প্রকল্পে ১০৫ কোটি ও ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পটিতে ৯২ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় আউটসোর্সিংয়ে গেটকিপার নিয়োগ দেওয়া হয়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত গেটকিপারদের রাজস্বের আওতায় আনতে বলেছেন প্রধানমন্ত্রী। গেটকিপারদের স্থায়ী করলে তারা কাজটি আরও মনোযোগ দিয়ে করবেন। গেটকিপারে দায়িত্বপালন অনেক স্পর্শকাতর একটি কাজ।
বর্তমান সরকারের ২২তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়। এর মধ্যে নয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক সভা। এতে খরচ হবে প্রায় তিন হাজার ২২৬ কোটি ৭৫ লাখ টাকা। সবগুলো প্রকল্প সরকারি অর্থায়নে বাস্তবায়ন হবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভার কার্যক্রমে অংশ নেন।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।