বিজয় এলো

13

জিল্লুর রহমান পাটোয়ারী

বিজয় এলো বাংলাদেশে,
ষোলই ডিসেম্বরে –
রক্ত দিয়ে এনেছি বিজয়,
এই বাংলার ঘরে।
মা, বোন আর ভাইয়ের রক্তে,
পেয়েছি বাংলাদেশ –
ভয় করি না জয় করব,
সাজব বীরের বেশ।
যাদের রক্তে পেয়েছি বিজয়,
শ্রদ্ধায় ভরে স্মরী –
তাদের আত্মার মাগফেরাত কামনা,
বিধাতার কাছে করি।
যুগ যুগ ধরে যতবার আসিবে,
বাংলায় ষোলই ডিসেম্বর –
স্মরণ করিবে বাংলার মানুষ,
বাংলার প্রতিটি ঘর।