বন্যায়

16

মুহাম্মদ ইমদাদ হোসেন

বন্যায়..
ঘরবাড়ি সব ডুবে গেছে
সুখ-শান্তিটা উবে গেছে
কেঁদেকেঁদে বুক ভাসায় তাই
আবুল চাচার বধু ছেলে কন্যায়।

রান্নার..
চাল-চুলা সব জলে ভাসে
রাঁধার কী আর উপায় আছে?
আবুল চাচার ঘরে তাই তো
ক্ষুধায় শিশুর রোল পড়েছে কান্নার।

চিন্তার..
ভাঁজ পড়েছে চাচার কপালে
কী হবে এই বানের কালে
পায় না ভেবে উপায় কোনো
রব কে ডেকেই কাটে রাত্রি দিন তার।

বন্যার..
জলে এবার সীমা ছাড়ে
মানুষের তাই দুর্ভোগ বাড়ে
বানের জলে যায় ভেসে যায়
অনেক আবুল সাবুল কাবুল মন্নার।