বিজয় মানে

18

কবির কাঞ্চন

বিজয় মানে স্বাধীনভাবে
বুক ফুলিয়ে চলা
স্বদেশপ্রেমে উজ্জীবিত
বীর বাঙালির গলা।

বিজয় মানে রক্ত দানের
অনন্য এক মেলা
লাশের মিছিল চোখে ভাসে
রক্তের হুলি খেলা।

বিজয় মানে স্বজনহারার
দুঃখের মাঝে এক সুখ
লাল সবুজের ঐ নিশানায়
গর্বে বাঁধানো বুক।

বিজয় মানে সবাই জানে
স্বপ্নে আঁকা প্রিয়দেশ
সবুজ-শ্যামলে পথচলা
যে রূপের নাইকো শেষ।

বিজয় মানে শোষণ বাদে
পাপাচারের হয় ক্ষয়
অত্যাচারীর দুর্গ ছেড়ে
হয় মানবতার জয়।

বিজয় মানে বাংলা মায়ের
বিশ্বে মাথা তোলা
জীবনবাঁকে দেশের ডাকে
ব্যক্তিস্বার্থ ভোলা।

বিজয় মানে দেশের টানে
সুমধুর সুরে গান
মা মাটি দেশ সবার সেরা
বিজয়ের আহবান।