জাতীয় পার্টির শাসন আমলের উন্নয়ন দেশের মানুষ ভুলে নি – মাসুদ উদ্দিন চৌধুরী এমপি

12
জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট বিভাগীয সাংগঠনিক কমিটির আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।

সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী এম.পি বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ের মানুষ জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু এইচ.এম এরশাদকে এখনো মনে প্রাণে ভালোবাসেন। আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার পল্লীবন্ধু এরশাদের শাসন আমলের কথা আজো মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে। তাঁর স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তবেই প্রয়াত এরশাদের স্বপ্ন বাস্তবায়িত হবে।
তিনি গতকাল ২ নভেম্বর শনিবার বেলা ১১ টায় সিলেট জেলা পরিষদ হল রুমের দ্বিতীয় তলায় সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য এ.টি.ইউ তাজ রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য সচিব পীর ফজলুর রহমান মিছবাহ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক, প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন, যুগ্ম মহাসচিব সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, আলহাজ¦ সাব্বির আহমদ, সাবেক এমপি শরফ উদ্দীন খসরু, কেন্দ্রীয় সদস্য সাইফুদ্দীন খালেদ, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ উছমান আলী চেয়ারম্যান এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক ইশরাকুল হোসেন শামীম, আবুল বারাকাত, যুগ্ম আহবায়ক এম.এ মালেক খান, আলতাফুর রহমান আলতাব, বাহার খন্দকার, আব্দুস শহীদ লস্কর বশির, নাহিদা আক্তার, বিশ^নাথ উপজেলা জাপার আহবায়ক আরশ আলী বাবুল, ওসমানী নগর উপজেলার সাধারণ সম্পাদক মকবুল আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সাহেল রাজা, দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক শাহ আলম, বালাগঞ্জ উপজেলার যুগ্ম আহবায়ক আমির উদ্দীন রতন, মোগলাবাজার থানার সাধারণ সম্পাদক দিলোয়ার মেম্বার, গোলাপগঞ্জ উপজেলা আহবায়ক মুজিবুর রহমান, জালালাবাদ থানা সাধারণ সম্পাদক কাওছার আহমদ, জৈন্তাপুর উপজেলার সাধারণ সম্পাদক ইসমাইল আলী আশিক, জকিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কোম্পানীগঞ্জ উপজেলার হাজী শামসুল, জাপা নেতা শামসুজ্জামান বাবুল, শ্রমিক পার্টির নেতা শাহজাহান সিরাজী, ছাত্র সমাজ নেতা আল আমীন প্রমুখ। বিজ্ঞপ্তি