গোয়াইনঘাটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

11

কে.এম.লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাট সড়কে ইজিবাইক অপসারণের দাবিতে অর্ধ বেলা ধর্মঘট পালন করেছে গোয়াইনঘাটে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ উপস্থিত শ্রমিক নেতাদের সাথে আলোচনা সাপেক্ষে ধর্মঘট প্রত্যাহার করে গোয়াইনঘাট পরিবহন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
জানা যায়, দীর্ঘ দিন থেকে গোয়াইনঘাট উপজেলায় অদক্ষ চালক দ্বারা সরকার নিষিদ্ধ কয়েক শতাধিক ইজিবাইক পরিচালিত হচ্ছে। অদক্ষ চালক দ্বারা ইজিবাইক গুলি পরিচালিত হওয়ায় প্রতিদিন সড়ক দুর্ঘটনার কবলে পড়ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ। বিশেষ করে ইজিবাইক গুলি গোয়াইনঘাট উপজেলা সদরের সড়ক গুলোতে প্রবেশ করে তীব্র যানজটের সৃষ্টি করে আসছে। এ সমস্যা থেকে উত্তরণ পেতে গোয়াইনঘাট পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের মতো কঠিন কর্মসূচি আহবান করে।
রবিবার সকাল ১১টায় গোয়াইনঘাট বাইপাস পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গোয়াইনঘাট প্রেসক্লাব’র সামনে এসে মানববন্ধনে মিলিত হন।
গোয়াইনঘাট পরিবহন শ্রমিক এক্য পরিষদের সভাপতি হাজী ফখরুল ইসলামের সভাপতিত্বে ও গোয়াইনঘাট বাইপাস ইমা লেগুনা ও হিউমানহুলার কমিটির সভাপতি জাহাঙ্গির আলমের পরিচালনায় গোয়াইনঘাট প্রেসক্লাব মাঠে মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়াইনঘাট পরিবহন শ্রমিক এক্য পরিষদের সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পশ্চিম উপ-কমিটির সভাপতি হাফিজুর রহমান, গোয়াইনঘাট পরিবহন শ্রমিক এক্য পরিষদের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সুমন, যুগ্ম সম্পাদক মোঃ রহিম উদ্দিন, ইমা লেগুনা বাইপাস কমিটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, গোয়াইনঘাট বাইপাস আটো রিক্সা শ্রমিক ইউনিনের সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন, সালুটিকর ষ্টোপিজ কমিটির সভাপতি মোঃ লতিব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, হাদার পার ষ্টোপিজ কমিটির সভাপতি আলী হোসেন, ইমালেগুনা সালুটিকর কমিটির সাধারণ সম্পাদক আলাজুর রহমান, রাধানগর শাখার সভাপতি মোঃ আলী হোসেন, ফতেহপুর শাখা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমির উদ্দিন প্রমুখ।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ ধর্মঘটের বিষয়ে বলেন থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকসহ বিশিষ্টজনের সমন্নয়ে শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যা সামাধানের আশ্বষ প্রদান করা হলে আন্দোলনকারী শ্রমিক নেতৃবৃন্দরা ধর্মঘট প্রত্যাহার করেন।