দেশের প্রতি ভালোবাসা ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে ব্যাংকারদের কাজ করতে হবে – সৈয়দ তারিকুজ্জামান

12

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান বলেছেন, দেশের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে ব্যাংকের গতি সচল রাখার জন্য ব্যাংকারদেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। তিনি সিলেটকে পর্যটন ও আধ্যাত্মিক নগরী উল্লেখ করে বলেন, আমি সিলেটের মানুষের ভালোবাসায় সিক্ত এবং সিলেটের অভিজ্ঞতা আমি খুবই উপভোগ করেছি।
ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগরীর একটি হোটেলে গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামানের বিদায় উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট-এর সভাপতি সৈয়দ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট-এর মহাব্যবস্থাপক মাকসুদা বেগম ও মহাব্যবস্থাপক মো. আবুল কালাম। ব্যাংক অফিসার্স ক্লাব-এর সাধারণ সম্পাদক মোজতবা রুম্মান চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ান ব্যাংক সিলেট-এর ম্যানেজার রাফি সাফাকাত, সোনালী ব্যাংকের এজিএম সমীর কুমার বিশ্বাস, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. সিলেট-এর ইভিপি ও আঞ্চলিক প্রধান কাজী মোতাহার হোসেন, ইসলামী ব্যাংক লি. সিলেট-এর ইভিপি ও আঞ্চলিক প্রধান মুহাম্মদ সাইদুল্লাহ, রুপালী ব্যাংকের সিলেট বিভাগীয় কার্য্যালয়ের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর রহমান আখন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি