এসআইইউ’র বিবিএ প্রোগ্রামে ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ক কর্মশালা

14
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মশালায় বক্তব্য রাখছেন ভিসি প্রফেসর ড. মোঃ শহীদ উল্লাহ তালুকদার।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ প্রোগ্রাম, স্প্রিং ২০১৯ সেশনের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে ২ দিনব্যাপী ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ক কর্মশালা গত ২০ সেপ্টেম্বর বিভাগের প্রভাষক কামরুন নাহারের সঞ্চালনায় ও বিভাগীয় প্রধান ও অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু ছয়ীদ মোহাম্মদ আবদুল্লাহ এর সভাপতিত্বে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদ উল্লাহ তালুকদার উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ মনির উদ্দিন, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন কর্মশালা আয়োজন কমিটির সদস্য ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান তুহিন, এস.এম.সাঈফ উদ্দিন, প্রভাষক প্রণব কুমার সাহা সহ বিভাগের শিক্ষকবৃন্দ।
রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি পরিচালনা করেছেন চিটাগাং স্টক একচেঞ্জ লিমিটেডের এজিএম ও প্রশিক্ষণ ও উন্নয়ন শাখার প্রধান আরিফ আহমদ। বিজ্ঞপ্তি