ওসমানীনগরে গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন ॥ সরকারের নানামুখি উদ্যোগে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে

18

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের অর্থায়ানে ও সিলেট জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় ১৭০টি গভীর নলকূপ স্থাপন কাজ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টা ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের মিরের গাঁও গ্রামের ফারুক মিয়ার বাড়িতে গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান বলেছেন, বর্তমান সরকারের উদ্যোগের কারণে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে খাবার পানির চাহিদা মিটানো দুরূহ হয়ে পড়বে। তাই সরকার এই পরিবর্তনের মোকাবেলায় বিশুদ্ধ পানি সরবরাহসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় সিলেটসহ সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। সরকারের পাশাপাশি আমাদেরও এগিয়ে এসে আরও কর্মঠ, শক্তিশালী হয়ে দেশ ও জাতির জন্য কাজ করে যেতে হবে। তাহলে আমরা সবাই সুখ-শান্তিতে বসবাস করতে পারব। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহের সভপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিছুর রহমান, উপজেলা যুবসংহতির আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মো: আশিক মিয়া, মতিউর রহমান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল কাদির মুজাহিদুল ইসলাম, উপজেলা জাপার সভাপতি সুফি মাহমুদ, সহ সভাপতি সিদ্দেক আলী, সৈয়দুল ইসলাম সৈয়দ, সাধারণ সম্পাদক মকবুল আলী, বিশ্বনাথ জাপার সাবেক যুগ্ম আহবায়ক একেএম দুলাল, জাপা নেতা মখলিছ মিয়া, সিলেট জেলা যুবসংহতির সহসভাপতি তাজিদ বক্স লিমন, আওয়ামীলীগ নেতা মশাহিদ আলী, ইউপি সদস্য জালাল উদ্দিন, যুব সংহতি নেতা মুকিদ মিয়া।