রোটারীর মেলবন্ধন বিশ্ব জুড়ে -আতাউর রহমান পীর

10

প্রতি বছর পহেলা জুলাই থেকে বিশ্ব জুড়ে রোটারী ক্লাবের সকল পর্যায়ে নেতৃত্বে পরিবর্তন ঘটে এটা চিরাচরিত প্রথা, এর নতুন নেতৃত্ব কে বরণ করে মানুষকে ক্লাবের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করে রোটারী কল্যাণমূলক কাজে তাদেরকে সম্পৃক্ত করা। গতকাল জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে এবং চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ আব্দুস সালামের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারী ২০১৯-২০ জেলা ৩২৮২ এর জেলা গভর্ণর লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর এ কথা বলেন।
উক্ত চক্ষু শিবিরে ১৯৫ জন চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়.এর আগে জালালাবাদ রোটারী ক্লাবের নিজস্ব হাসপাতালে এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়.এতে মোট ৩৬ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে রোটারিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ আহমদ চৌধুরী, প্রকৌশলী সুয়েব আহমেদ মতিন, তানভীর আহমদ চৌধুরী, মাহবুবুল আলম মিলন, আখতার আহমদ, মোহাম্মদ হাবিব আল নুর, মোহাম্মদ মনজুর আল বাছিত, আলী আশরাফ চৌধুরী খালেদ, শফিক আহমদ বখত, হানিফ মোহাম্মদ এবং আবু তালেব মুরাদ প্রমুখ। বিজ্ঞপ্তি