রবিন্দ্র, নজরুল, সুকান্ত’র জয়ন্তী পালন ॥ কবিতা, গান, সংস্কৃতিকে লালন করে ঐতিহ্য ধরে রাখতে হবে

24

বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ^াস বলেছেন, কবিতা, গান, সংস্কৃতিকে লালন করে ঐতিহ্য ধরে রাখতে নতুন প্রজন্মকে সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। তবেই কবিতা, গান ও সংস্কৃতিক অঙ্গন আরো শক্তিশালী হবে। রবিন্দ্র, নজরুল, সুকান্ত’র কর্ম-গুণাবলী ও জীবন ইতিহাস সম্পর্কে বেশি বেশি প্রজন্মের মধ্যে তুরে ধরতে হবে। তিনি বাংলা ভাষার তিন বরেণ্য কবির জীবনাদর্শ লালন করে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান। তিনি গতকাল ২০ জুন বৃহস্পতিবার বিকালে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগানস্থ শিশু সুরক্ষা সহায়তা কেন্দ্রে গ্রীণ ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে এবং মেঠোসুরের সহযোগিতায় কবি রবিন্দ্র নাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য্য’র জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদ এর সভাপতিত্বে এবং মেঠোসুর এর সাধারণ বিমান তালুকদার ও জিডিএফ’র ম্যানেজার স্বপন মাহমুদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মেঠোসুর এর সভাপতি রবিন্দ্র অনুরাগী আতাউর রহমান, উদীচী সিলেট সংসদের সভাপতি এনায়েত হাসান মানিক, ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুর কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি গীতিকার শামসুল আলম সেলিম, পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র নির্বাহী পরিচালক বায়জিদ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন একদল ফিনিশ সুকান্ত কবিতার সভাপতি আল আমিন, প্রত্যাশা লাক্কাতুরা চা-বাগান সাংস্কৃতিক দলের পরিচালক কাজল গোয়ালা, জিডিএফ’র হিসাব রক্ষক নমিতা রাণী, শিক্ষক খালেদা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি