জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ডাকাতির ঘটনা ॥ ১৭ থানা আঞ্চলিক কমিটি ও সাবেক নেতৃবৃন্দের জরুরী সভা

21
সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকাতির ঘটনায় সংগঠনের ১৭ থানা আঞ্চলিক কমিটি নিয়ে আয়োজিত সভায় বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি আবু সরকার।

সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকাতির ঘটনায় সংগঠনের ১৭ থানা আঞ্চলিক কমিটি এবং সাবেক নেতৃবৃন্দকে নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ জোহর দক্ষিণ সুরমার পরাইচকের বাইপাস সড়কস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ¦ মাখন মিয়া, প্রবীন শ্রমিক নেতা মনতাজ মিয়া, মনিরুজ্জামান মনির মিয়া, হাজী জমির মিয়া, গেদু মিয়া, নানু মিয়া, জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি জুবের আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ সম্পাদক আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক মোঃ সামাদ রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, নিবাহী সদস্য আলী আহমদ আলী, আব্দুল জলিল, আব্দুল মতিন ভিআইপি, বিলাল আহমদ, জৈন্তাপুর আঞ্চলিক কমিটির সভাপতি নুর মিয়া, শাহপরাণ থানা আঞ্চলিক কমিটির সভাপতি ফুল মিয়া, সম্পাদক আজিজুল হক রহিম, দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ কাউছার আহমদ, সম্পাদক মারুফ আহমদ, জালালাবাদ থানা আঞ্চলিক কমিটির সভাপতি কালা মিয়া, মোঃ আলমগীর, কোম্পানীগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সহ সভাপতি কবির হোসেন, সম্পাদক মাহফুজ মিয়া, ওমানীনগর আঞ্চলিক কমিটির সভাপতি সুরুজ আলী, সম্পাদক মোঃ বাবুল মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি রাসেল আহমদ টিটু, সম্পাদক লালু মিয়া, বিশ^নাথ উপজেলা উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি আলাল মিয়া, সম্পাদক মকবুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি সুজিত চন্দ্র গুপ্ত বাচ্চু, সম্পাদক আব্দুন নুর, গোলাপগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি বদরুল ইসলাম, সহ সভাপতি মঈন উদ্দিন, কানাইঘাট উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি মিছবাহ উদ্দিন প্রমুখ। সভায় সকলের মতামতের ভিত্তিতে সংগঠনের সাধারণ সম্পাদক আমির উদ্দিন ডাকাতির সাথে জড়িত শরিফ আহমদকে সমায়িক বহিষ্কার করেন। বিজ্ঞপ্তি