হাওর আন্দোলন নেতা জয়ন্ত সেনের উপর হামলার আরো দু’আসামী জেল হাজতে

24

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সন্ত্রাসী হামলায় আহত হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন শাল্লা উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক জয়ন্ত সেনের উপর হামলা মামলার অন্যতম আসামি মিহির রায় ও রানা রায়কে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে শাল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালতের বিচারক শুভদ্বীপ পাল তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে জয়ন্ত সেনের উপর হামলায় জড়িত গোপাল রায়কে গ্রেফতার করে শাল্লা থানা পুলিশ। গোপাল রায় জয়ন্ত সেনের উপর হামলা মামলার প্রধান আসামী বর্তমানে সে জেল হাজতে আছে। অপর আসামি রিংকু রায় এখনো পলাতক আছে।
উল্লেখ্য গত ৭ মে সাংবাদিক ও হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের শাল্লা উপজেলার সাধারণ সম্পাদক জয়ন্ত সেন সুনামগঞ্জে ফেরার পথে আনন্দপুর গ্রামের গোপাল রায় ও রিংকু রায়ের নেতৃত্বে দষ্কৃতিকারীরা সংবাদ প্রকাশের জের ধরে তার উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহমত হয়। আহমত অভস্থায় বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় গত শুক্রবার সাংবাদিক জয়ন্ত সেন একই গ্রামের গোপাল রায়, রিংকু রায়, ইন্দ্রজিৎ রায়, মিহির রায়, রানা রায় এবং বাবলু রায়সহ অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সভাপতি এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু। তাকে সহযোগিতা করেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন উপদেষ্টা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট চান মিয়া, এডভোকেট আসাদুল্লাহ সরকার, এডভোকেট আজাদুল ইসলাম রতন, এডভোকেট সবিতা চক্রবর্তী, এডভোকেট নাসিরুল হক আফিন্দি, এডভোকেট এনাম আহমেদ, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট খোরশেদ, এডভোকেট আতিক, এডভোকেট সাদিকুর রহমান স্বপন, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট জিয়াউর রহমান শামীম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংবাদিক শামস শামীম, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দিরাই-শাল্লা) একে কুদরত পাশা।