দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

20

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন পরিষদ ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের পৃথক পৃথক ভাবে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহ¯পতিবার সকাল ১১টায় উপজেলার শিমুলবাজ ইউনিয়ন পরিষদের আয়োজনে, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতুর সভাপতিত্বে, এনজিও প্রতিনিধি হোসেন আহমদের পরিচালনায় বাজেট পেশ করেন, ইউপি সচিব মিতালী তালুকদার।
এ সময় বাজেট সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম, যুবলীগের ত্রাণ বিষয়ক স¤পাদক শাকির আহমদ, ইউপি সদস্য সৈয়দুর রহমান, হায়াতুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গোলাম নুর, যুগ্ম-আহ্বায়ক জুয়েল রানা সহ প্রমুখ।
সভায় ২০১৯-২০২০ অর্থ বছরে ৬৮ লক্ষ ২১ হাজার ১২২ টাকার বাজেট ঘোষণা করা হয়। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে ৬৬ লক্ষ ৮৬ হাজার ৪২ টাকা ও সমাপনী জের রাখা হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৮০ টাকা।
অপরদিকে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে, বৃহ¯পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে, ইউপি সচিব মীরা চন্দ’র পরিচালনায় বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফয়জুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূম।
সভায় আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য রওশন আলী, নুরুল আবেদীন, তাজুল ইসলাম, দুলাল মিয়া, সদস্যা খাইরুন নেছা, মজিফুল বেগম, মাহবুবা চৌধুরী সহ প্রমুখ।
সভায় ২০১৯-২০২০ অর্থ বছরে ৫৯ লক্ষ ৩৪ হাজার ১৬২ টাকার বাজেট পেশ করেন, ইউপি সচিব মীরা চন্দ। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে, ৫৮ লক্ষ ৫৪ হাজার ২১২ টাকা ও সমাপনী জের রাখা হয়েছে ৭৯ হাজার ৯৫০ টাকা।