জগন্নাথপুরে নদীতে নতুন পানিতে মাছ শিকারে জনতার ঢল

24

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে টানা বৃষ্টিপাতে নদ-নদীতে ঢলের নতুন পানি এসেছে। তাই নদীর নতুন পানিতে দেশীয় প্রজাতির মাছ শিকারে জনতার ঢল নেমেছে।
জানা গেছে, ২ মে বৃহস্পতিবার ভোররাতে জগন্নাথপুর পৌর শহরের নলজুর নদী সহ অন্যান্য নদ-নদীতে নতুন পাহাড়ি ঢলের পানি আসে। নদীতে পানি দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জেলে সহ উৎসুক জনতা দেশীয় ছোট-বড় মাছ শিকার করতে নদীর দুই পাড়ে অবস্থান নেন। বিভিন্ন ধরণের জাল সহ মাছ শিকারের সরঞ্জাম দিয়ে সকাল থেকে মাছ শিকার শুরু হয়। রীতিমতো প্রতিযোগিতা মুলকভাবে মাছ শিকার করা হয়। তাদের মাছ শিকার দেখতে পথচারী জনতাও ভীড় জমান।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, হাওর বেষ্টিত জগন্নাথপুর উপজেলা হচ্ছে মাছের রাজ্য। অথচ সেই মাছের দেশে চলছে মাছের আকাল। গত কয়েক বছর ধরে নদী-নালা শুকিয়ে ও আধুনিক প্রযুক্তির জাল দিয়ে সব ধরণের মাছ শিকার করার কারণে মাছের আকাল দেখা দেয়। যে কারণে গত কয়েক মাস ধরে দেশীয় মাছ বাজারে পাওয়া যায়নি। পাঙ্গাস সহ ফিসারির মাছে বাজার সয়লাভ হয়ে গেছে। এর মধ্যে দেশীয় মাছ পাওয়া গেলেও মাছের আড়তে অতিরিক্ত মূল্যে বিক্রি হয়ে দেশের অন্য স্থানে চলে যায়। তাই দীর্ঘ কয়েক মাস পর দেশীয় ছোট-বড় মাছ ধরতে জনতার ঢল নামে নদী পাড়ে।