হিজড়াদের জীবন মান উন্নয়নে ডিআইজি হাবিব এর উদ্যোগে মতবিনিময়

47

সিলেট অঞ্চলের হিজড়া তথা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নসহ তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে উত্তরন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান (ডিআইজি- প্রশাসন ও শৃংখলা, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর) এর পরামর্শক্রমে সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানা প্রাঙ্গণে গত ২৭ এপ্রিল, হিজড়া জনগোষ্ঠী সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গবেষণা সংসদের কেন্দ্রীয় সহ সভাপতি বিধান কৃষ্ণ দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন, পুলিশ সদস্য আমজাদ মন্ডল, এছাড়া হিজড়া জনগোষ্ঠীর পক্ষে তাদের মতামত প্রধান করেন কবির, মেরিল, মিজান, মোস্তফা, শাহানা, দিপালী, জুই, মুক্তা। বক্তারা তাদের বক্তব্যের মাধ্যেমে হিজড়া জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় ফিরিয়ে আসার জন্য ডিআইজি হাবিবুর রহমান এর গৃহীত নানা পদক্ষেপ প্রশংসা করেন এবং সিলেট অঞ্চলেও তার কার্যক্রম বিস্তারের উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। হিজড়া নেতৃবৃন্দ সিলেট মহানগরে তাদের প্রায় পাঁচশত সদস্য রয়েছে এবং কর্মসংস্থান ও বাসস্থান সমস্যাকে তাদের মূল সমস্যা বলে উল্লেখ্য করেন। বিজ্ঞপ্তি