জামালগঞ্জে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের অর্ধেক ভাড়া নির্ধারণ

46

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় রিক্সা, সিএনজি ও লেগুনা চলাচলে ছাত্রছাত্রীদের জন্য অর্ধেক ভাড়া নির্ধারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান ও রিক্সা, সিএনজি, লেগুনা চালক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে ডেকে ছাত্রছাত্রীদের স্কুল-কলেজে আসা-যাওয়ার সময় ভাড়া অর্ধেক নির্ধারণ করে দেওয়া হয়। এর অন্যথা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, সাচ্না বাজার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী প্রমুখ।