জগন্নাথপুরে ডোবা থেকে বস্তা ভর্তি কয়েক হাজার সীম কার্ড সহ মালামাল উদ্ধার

13

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে পানি থেকে বস্তা ভর্তি কয়েক হাজার সীম কার্ড সহ ইলেকটিক মালামাল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সরজমিনে স্থানীয়রা জানান, ১৩ এপ্রিল শনিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রামের একটি ডোবার পানি থেকে বস্তা ভর্তি কয়েক হাজার খোলা সীম কার্ড, সিম রাখার যন্ত্র ও কয়েকটি ইলেকটিক মালামাল উদ্ধার করেন স্থানীয়রা। এর মধ্যে রবি সীম কার্ড বেশি রয়েছে। এসবের সাথে একটি দলিলের ফটোকপি পাওয়া যায়। এতে গ্রহিতার নাম রানা খানম, পিতা-মখলিছ খান, সাং তিলক, জগন্নাথপুর, সুনামগঞ্জ লেখা রয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এসআই হাবিবুর রহমান পিপিএম এসব মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান পিপিএম বলেন, এগুলো চুরি যাওয়া মালামাল হতে পারে। চোরেরা ধরা পড়ার ভয়ে এখানে ফেলে যেতে পারে। তবে ঘটনার রহস্য উদঘানের জন্য অভিযান চলছে।