গোয়াইনঘাটে কে কত ভোট পেলেন, নির্বাচিত ফারুক, কয়েছ ও আফিয়া

90

কে.এম.লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামলীগ’র বিদ্রোহী প্রার্থী প্রবাসী আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মোটর সাইকেল প্রতীকে প্রাপ্ত ভোট ৩০০৭৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী শাহ আলম স্বপন ঘোড়া প্রতীকে ২০৫৫২ ভোট পেয়েছেন। আওয়ামলীগ’র বিদ্রোহী প্রার্থী প্রবাসী আওয়ামীলীগ নেতা গোলাপ মিয়া কাপ পিরিচ প্রতীক নিয়ে ১২৭৪১ ভোট পেয়েছেনে। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল নৌকা প্রতীক নিয়ে ১২২৪১ ভোট পেয়েছেন। স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী লুৎফুল হক খোকন আনারস প্রতীক নিয়ে ৩৫২৯ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী জামাল আহমেদ দোয়াত কলাম প্রতীক নিয়ে ৭৬৪ ভোট পেয়েছেন। ইসলামী ঐক্যজোট মনোনিত প্রার্থী আব্দুল করিম মিনার প্রতীক নিয়ে ২৬৩ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) জমিয়ত নেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ চশমা প্রতীক নিয়ে ৩১৯২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন টিউবওয়েল প্রতীক নিয়ে ২৮১৫১ ভোট পেয়েছেন। এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মাইক প্রতীক নিয়ে ১০৩১৯ ভোট পেয়েছেন। মুসলিম উদ্দিন ভুইয়া উড়ো জাহাজ প্রতীক নিয়ে ৩৫২৯ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান (মহিলা) আফিয়া বেগম ফুটবল প্রতীক নিয়ে ২৫২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোদেজা রহিম কলি ২৪৫৬৮ ভোট পেয়েছেন। পদ্মাদেবী হাঁস প্রতীক নিয়ে ২১৪৩৬ ভোট পেয়েছেন। মনোয়ারা বেগম বীনা কলস প্রতীক নিয়ে ৭১৩৭ ভোট পেয়েছেন। এবারের অনুষ্ঠিত নির্বাচনে গোয়াইনঘাট উপজেলায় মোট ভোট সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার। ভোটারা ৮২৩০৭ ভোট প্রদান করেন। এতে ২১৮০ ভোট বাতিল হয়। মোট ৮০১৫৭ ভোট বৈধ ঘোষণা করা হয়। উপজেলায় ৯টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ছিল ৬৯টি। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোন বিশৃংখলার বা অনিয়মের খবর পাওয়া যায়নি। নির্বাচনের ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন সহকারী নির্বাচন কর্মকর্তা ইকরামুল কবীর।