আশফাক একজন পরীক্ষিত ব্যক্তি উন্নয়নের স্বার্থে তাকে ভোট দিন – আবুল মাল মুহিত

204
সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আশফাক আহমদের নৌকা প্রতীকের সমর্থনে খাদিমপাড়া ইউনিয়নের পীরেরবাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী (বর্তমান চেয়ারম্যান) আশফাক আহমদের নৌকা প্রতীকের সমর্থনে উপজেলার খাদিমপাড়া ও টুকেরবাজার ইউনিয়নে পৃথক দুটি পথসভায় নৌকায় ভোট চাইলেন সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি এসময় বলেন, আশফাক একজন পরীক্ষিত ব্যক্তি। তাকে দশ টাকা দিয়েছি, পুরো দশ টাকারই উন্নয়ন কাজ সে করেছে। অর্থাৎ আমার দশ বছরের মন্ত্রীত্ব কালীন সময়ে সদরে যা বরাদ্দ দিয়েছি সে সঠিক ভাবে কাজ করিয়েছেন। সদর উপজেলায় আশফাক অচিন্তনীয় উন্নয়ন করিয়েছে। আরো উন্নয়নের প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন যেহেতু সরকার আওয়ামী লীগের এবং এখানকার এমপিও আওয়ামী লীগের সেহেতু উপজেলা চেয়ারম্যানও সরকারী দলের হলে উন্নয়নের ক্ষেত্রে সুবিধা হবে। আমার বিশ্বাস আশফাক আবার বিজয়ী হবে। কারণ আমাদের প্রধানমন্ত্রী আশফাকে পছন্দ করে নৌকা দিয়েছেন। তাই ১৮ মার্চ নারী পুরুষ সবাই মিলে নৌকাকে বিজয়ী করুন।
গত ১৪ মার্চ রাতে সদর উপজেলার ৪ নং খাদিমপাড়া ও ৬ নং টুকেরবাজার ইউনিয়নে দুটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মছব্বির মেম্বারের সভাপতিত্বে, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাদির ও জমির উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুরশেদ আহমদ চৌধুরী মাসুম, যুগ্ম সম্পাদক ও খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জিয়াউল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, মহানগর স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে রাত সাড়ে দশটায় টুকেরবাজারের পথসভা অনুষ্ঠিত হয়। হায়দরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী আতাউর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইউসুফ মিয়া এবং গোলাম রব্বানীর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্চাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মির্জা জামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আব্দুস শুকুর, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফজলুল করিম ফুল মিয়া, জেলা অটোরিক্সা সিএনজি শাখার সভাপতি জাকারিয়া আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, বিশিষ্ট মুরব্বী জালাল উদ্দিন, নয় গাঁও পঞ্চায়েত কমিটির আহবায়ক হাজী মিসবাহ উদ্দিন, টুকেরবাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি নেওয়াজ উদ্দিন, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন লাল, সাধারণ সম্পাদক রফিক আহমদ, গিয়াস উদ্দিন মেম্বার, আওয়ামী লীগ নেতা লয়লুছ আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা ইকলাল আহমদ, জয়নাল আবেদিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল তালুকদার, কার্যকরী কমিটির সদস্য মোস্তফা উল্লাহ, গ্রামের মুরব্বী সাহাব উদ্দিন, জালাল উদ্দিন, আব্দুল কাদির, সাইদুর রহমান, ফখর উদ্দিন, শামসুল হক, আকমল হোসেন, যুবলীগ নেতা আব্দুল লতিফ, আল মামুন শাহিন, আতাউর রহমান সাধু, বাবলু, কবির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি