জামালগঞ্জে স্থগিত হওয়া নির্বাচন দ্রুত ঘোষণার দাবিতে মানববন্ধন

34
জামালগঞ্জে স্থগিত নির্বাচন দ্রুত ঘোষণার দাবিতে মানববন্ধন।

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জামালগঞ্জে দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভাইস চেয়ারম্যান মহিলা ও পুরুষ প্রার্থীদের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দীপু। ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল আউয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. রেজাউল করিম শামীম, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মু. রশিদ আহমদ, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. জসীম উদ্দিন, গোলাম রব্বানী আফিন্দী রাজু প্রমুখ।
বক্তাগণ বলেন, গত ১০ মার্চ প্রথম ধাপে জামালগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরপেক্ষতা ও আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এতে করে জামালগঞ্জবাসীর আশা-আকাক্সক্ষার প্রতিফলন বাধাগ্রস্ত হয়েছে। এবং নির্বাচনে প্রার্থীদের আর্থিক ব্যয়ের পরিমাণ অনেকাংশে বেড়ে যাওয়ার কারণে অনেকেই মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। যার কারণে দ্রুততম সময়ের মধ্যে স্থগিত হওয়া নির্বাচন ঘোষণার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাই।