ছহিফাগঞ্জ দাখিল মাদরাসায় স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন

15
বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ছহিফাগঞ্জ সুলতানিয়া দাখিল মাদরাসায় স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন শিক্ষার্থীরা।

বিশ^নাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ছহিফাগঞ্জ সুলতানিয়া দাখিল মাদরসায় সারাদেশের ন্যায় ১৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।
স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে ১০ম শ্রেণীর শিক্ষার্থী মুনতাছির মাহবুব। সহকারী নির্বাচন কমিশনার ৯ম শ্রেণীর শিক্ষার্থী সাহেদা আক্তার সুমা, ৮ম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল কাইয়ুম মেহেদী, প্রিসাইডিং অফিসার সাইফুর রহমান, সহকারী প্রিসাইডিং অফিসার ফাতেমা বেগম, রিবা বেগম, পুলিং অফিসার নাইম আহমদ, ইফতেখার আহমদ, মারিয়া বেগম, সানজিদা বেগম, নাদিয়া বেগম, ফারজানা বেগম।
নির্বাচনে শ্রেণি ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতাকারীরা শিক্ষার্থীরা হচ্ছেন ৬ষ্ঠ শ্রেণীর- তারিন বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ৭ম শ্রেণীর- রুবেল হোসেন, মিরহাদ আহমদ, নাজমুল ইসলাম, তানজিনা বেগম, জান্নাতুল আক্তার। রুবেল হোসেন নির্বাচিত হয়েছেন। ৮ম শ্রেণীর- ইমা বেগম, হোসাইন আহমদ, রবিন আহমদ চৌধুরী। ইমা বেগম নির্বাচিত হয়েছেন। ৯ম শ্রেণীর- আবু তাহের চৌধুরী, বদরুল ইসলাম, মাজেদা আক্তার। মাজেদা আক্তার নির্বাচিত হয়েছেন। ১০ম শ্রেণীর শিক্ষার্থী- খালেদ আহমদ, সুমাইয়া বেগম, মাহমুদুর রহমান, আব্দুল জাকির, শাকিল আহমদ। মাহমুদুর রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন মাদরার সুপার মাওলানা আব্দুর রউফ ও সহকারী শিক্ষক ফয়জুর রহমান। ভোট কেন্দ্র পরিদর্শন করেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সদস্য গউস আহমদ বাবুল। বিজ্ঞপ্তি