সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার নতুন কমিটি ঘোষণা আজ

25

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণের আন্দোলন, অটোপ্রমোশন চালুর দাবিতে আন্দোলন, মদন মোহন কলেজ সরকারীকরণের আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন, মেডিকেলে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন, লাক্কতুরা স্কুলে চা বাগানের শিক্ষার্থীদের ২৫ ভাগ কোটার দাবিতে আন্দোলন, নারী নিপীড়ন বিরোধী আন্দোলন, রাজন হত্যার বিরুদ্ধে আন্দোলন, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনসহ ছাত্র জনতার প্রতিটি ন্যায্য দাবি নিয়ে লড়াকু সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার নতুন কমিটি ঘোষণা হবে আজ। সারাদেশে শিক্ষার বেসরকারিকরণÑবাণিজ্যিকীকরণ বন্ধ, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বচন চালুর দাবিতে ছাত্র ফ্রন্টের চলমান আন্দোলনকে আরো বেগবান করার লক্ষ্যে শুক্রবার বিকাল ৩ টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নং বার হল মিলনায়তনে দশম কমিটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড উজ্জল রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহÑসভাপতি ডা. জয়দ্বীপ ভট্টাচার্য।
উক্ত আয়োজনে সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষ ও সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি