জগন্নাথপুরে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালেন মন্ত্রী

34
জগন্নাথপুরে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে জাতীয় ভিাটমিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
৯ ফেব্রুয়ারি শনিবার জগন্নাথপুর পৌর ভবনে জাতীয় ভিাটমিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মধু সুধন ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুনামগঞ্জ জেলা মেডিকেল টেকনোলজিষ্ট রোকন উদ্দিন মোল্লা, জগন্নাথপুর পরিবার-পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া। এছাড়া স্বাস্থ্য সহকারি আশিষ চন্দ্র দেব, প্রশান্ত চক্রবর্তী, স্বাস্থ্যকর্মী রুমী রায়, গীতা রাণী দাস, মায়া গোপ, রিপন আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।