জামিন পেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ

62
জামিনে মুক্তি লাভের পর কারাফটকে স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নেতৃবৃন্দ।

স্টাফ রিপোর্টার :
চাঁদাবাজি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে জামিন পেয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করেন পিযুষের আইনজীবী এডভোকেট প্রবাল চৌধুরী পূজন বলেন, দুপুর ১টায় আদলত তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যার পর কারাগার থেকে তিনি মুক্তি পান।
এদিকে, জামিনে মুক্তি পাওয়ার পর সিলেট কেন্দ্রীয় কারাগার ফটকে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর উদ্যোগে তাকে ফুলেল সংবর্ধনা জানান নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বিশাল মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে পিযুষ কান্তি দেকে বরণ করে নিয়ে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাউন্সিলর বিক্রম কর সম্রাট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুপ্রিয় চৌধুরী রাজ, সহ সভাপতি জামাল উদ্দিন রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আরজু বাঙালী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ নেওয়াজ আলম পলাশ, বাপ্পা পাল, মাজহারুল ইসলাম আলম, নুপুুল সিংহ, সজল কান্তি দে, ফখরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এড. প্রবাল চৌধুরী পুজন, ছাত্রলীগ নেতা উত্তম দেব, মো. পান্না, সিরাজ, ছাত্রলীগ নেতা তপন চৌধুরী, ঋষিকেশ দাস জুয়েল, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, মহানগর ছাত্রলীগ নেতা শেখ লিপন, সাজু আহমেদ, সাইফুল আলম, প্রভাকর পাল বাপ্পা, এম. এইচ. মান্না, বিপ্লব এষ, নুর আলম, এম. নোমান, মামুন আহমদ, রাজিব আহমদ, রাজ হোসেন রাজু, মারোয়া আহমদ, এমরান আহমদ, জাহেদ আহমদ, মুনিম আহমদ, ফরহাদ আহমদ, রায়হান অনিক, মদন মোহন কলেজ ছাত্রলীগের সহ সভাপতি রেদওয়ান আজাদ চৌধুরী ইফাজ, সাংগঠনিক সম্পাদক রাশেদ মিয়া, ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ভূইয়া মামুন, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি আরিফ আহমদ সোয়েব, মিজু আহমদ, রুহান আহমদ প্রমুখ।