ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত রিফাতের পরিবারে শোকের মাতম ॥ ছেলের মৃত্যুর খবর জানেন না মা

88
প্রতিকী ছবি।

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সিলেট-ঢাকা মহাসড়কে দুুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বশিরপুর মীরর বাড়ীর মীর সাইদুর রহমানের পুত্র জুনাইদ আহমদ রিফাত (৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শনিবার বিকেল তিনটার দিকে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মৃতদেহের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সিলেট-ঢাকা সড়কের ওসমানীনগর অংশের কুরুয়া বাজার এলাকায় অটোরিক্সা (সিলেট-থ ১১-৮০১০) ও হবিগঞ্জী বিরতিহীনের (ঢাকা মেট্টো-ঠ ১৪-৩০৮৫) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সায় থাকা নিহত রিফাতসহ তার মা রিপা বেগম ও দুই বোন এবং অটোরিক্সা চালক গুরুতর আহত হন। তাজপুর (বালাগঞ্জ) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফিন্সের কর্মীরা আহতদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে রিফাতের অবস্থা সংকটাপন্ন ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়। এদিকে হাসপাতালে রিফাতের মা সজ্ঞাহীন থাকায় তাকে এখনো ছেলের মৃত্যুর খবর জানানো সম্ভব হয়নি। প্রথম শ্রেণীর ছাত্র ফুটফুটে রিফাতের মৃত্যুর ঘটনায় তার বাবা সাইদুর রহমান বারবার মূর্ছা যাচ্ছেন। শোকে কাতর হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। সিলেট তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুক মিয়া বলেন, দুর্ঘটনার পর হবিগঞ্জী বিরতিহীন গাড়ির চালক পালিয়ে গেছে। গাড়িটি জব্দ করা হয়েছে, চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।