আমি রোহিঙ্গা বলছি

38

জালাল জয়

আজ কিছু শব্দ, দিলাম ছুঁয়ে লাশ হয়ে,বিবেকের কোলে।
মানবতা ছিঁড়ে খায় শকুনের দল, রক্তে সাজানো বাসরে
লাশ হয়ে পড়ে থাকে, নববধূর পোড়া দেহ। ধর্ষিতার চিৎকারে
প্রক¤িপত নগরের চারপাশ।বিবেকের হত্যায় হিংস্রের উল্লাস

আমার লাশের সামনে স্ত্রী সন্তান ও বোনকে করেছে ধর্ষণ
কী বীভৎস কাহিনী, তারপর গুলি ছুড়ে করে হত্যা
স্বপ্নগুলো আলো দেখার আগেই,
সকল বাতি গেলো নিভে।
আমি সইতে পারি না, সইতে পারি না
এতটুকু অসহায়, আছে কে আর। কে আছে ?

হায়! মানবতা
নিরবতায় হলাম লাশ, চারিদিকে আজ শুধু রক্ত আর রক্ত।
কতদিন হলো লাশ হয়ে- পঁচে গলে মাটির সাথে গিয়েছি মিশে।
বাতাসে এখনো লাশের গন্ধ,নাফ নদে রক্তরা করে এখনো মিছিল।
বাঁচতে চাই, বাঁচার মতো
হাসতে চাই, হাসার মতো
নিপাক যাত, অসুর যতো।